আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরকে স্বাগত জানিয়ে গুগল (Google) বিশেষ ডুডল (Doodle) বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। নতুন বছর (New Year) জর্জিয়ান ক্যালেন্ডার বা জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাসের ১ তারিখ। আমারা অনেকেই জানি নতুন বছরের এই প্রথম দিনটি অর্থাৎ ১ জানুয়ারি জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ি পূর্ব রোমের দেবতা জেনাসকে উৎসর্গ করা হয়।
এই বিশেষ দিনটির জন্য গুগল একটি ফ্যাশন বার্ড হাউজ-ঘড়ির সঙ্গে ডুডল তৈরি করেছে, যেখানে দেখা যাচ্ছে, ডুডলে ‘গুগল’ র অক্ষরগুলি বিভিন্ন বর্ণের আলোতে সজ্জিত রয়েছে। যাতে লেখা রয়েছ ২০২১ সাল।
গতকাল অর্থাৎ ৩১ ডিসেম্বরে বছরের এই শেষ দিন সারা বিশ্বে নিউ ইয়ার্স ইভ (New Year’s Eve) পালিত হয়। বছরের শেষ দিনটিতেও গুগল (Google) বিশেষ ডুডল (Google Doodle) বানিয়ে ছিল।