Friday, March 24, 2023

করোনাকে করুনা করে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বর্ষবরণ

আউটলাইন বাংলা ডেস্ক: করোনা ভাইরাসে বিপর্যস্ত ২০২০ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। উৎসবে-উদ্দীপনায় ২০২১ সালকে স্বাগত জানিয়েছে দেশ দুটির মানুষ। অস্ট্রেলিয়া ও রাশিয়ার কিছু এলাকা এবং নিউজিল্যান্ডের মানুষ নতুন বছরকে স্বাগত জানিয়েছে।

করোনাকে নিয়ন্ত্রণে রেখে বিশ্বব্যাপী প্রশংসিত দেশটি অনেকটা নিরাপদেই নতুন বছরকে বরণ করে নিয়েছেন। সংক্রমণ ঠেকাতে এখনো কিছু নিয়ম কানুন থাকলেও সেদিকে খেয়াল নেই মানুষের। নতুন বছরের আগমনে রাস্তায় নেমে উল্লাস করেছে তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, নিউজিল্যান্ডে করোনা মহামারিতে মৃত্যুর সংখ্যা মাত্র ২৫ জন। অস্ট্রেলিয়াও মহামারির পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে বলা যায়। এখনো মৃতের সংখ্যা হাজারের পৌঁছইনি। ফলে সিডনি ও মেলবোর্নে মানুষের মধ্যে স্বাভাবিক ব্যস্ততা দেখা গেছে নতুন বছরে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট