Rhino virus may kill corona virus: গবেষণায় উঠে এল এক নয়া তথ্য, রাইনো ভাইরাস মেরে ফেলতে পারে করোনা ভাইরাসকে

Outlinebangla Health Desk: সারা বিশ্ব করোনার সাথে লড়াই করছে। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে সবাই। এর মধ্যে গবেষকরা জানান, সাধারণ সর্দি, কাশির ভাইরাস করোনা ভাইরাসকে মেরে ফেলতে পারে। সাধারণ সর্দি, কাশির জন্য দায়ী রাইনো ভাইরাস শরীরে প্রবেশ করলে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা যায়।

সম্প্রতি গ্লাসকো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, সাধারণ সর্দি,কাশি,জ্বরের জন্য ৪০ শতাংশ দায়ী থাকে রাইনো ভাইরাস। কিন্তু এই অসুখ ক্ষণস্থায়ী। কোভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাস সার্স-কোভ-২ কে মেরে ফেলতে সক্ষম রাইনো ভাইরাস। তবে কোভিড সৃষ্টিকারী ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে পারে না রাইনো ভাইরাস।অন্যদিকে শরীরে রাইনো ভাইরাসের তৈরি করা প্রতিরোধ ক্ষমতা কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়।

প্রফেসর পাবলো মুরসিয়া বলেছেন, এই রাইনো ভাইরাস মানব শ্বাসযন্ত্রের এপিথেলিয়াল কোষে অনাক্রম্যতা তথা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। যার ফলেই করোনা ভাইরাসের বিভাজন রুখে যায়। তবে তা সাময়িক। তাই এই ভাইরাস মহামারী বন্ধ করতে পারে না।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,918FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস