Friday, March 31, 2023

নববর্ষে নতুন রেকর্ড, ভারতেই জন্মাল ৬০ হাজার শিশু

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের (New Year 2021) প্রথম দিনেই রেকর্ড তৈরি করল ভারত। ২০২১-এর ১ জানুয়ারি, ভারতে ৬০ হাজার শিশু জন্মগ্রহণ করেছে। তবে গত বছরের তুলনায় সংখ্যাটা অনেকটাই কম। ইউনাইটেড নেশন চিল্ড্রেন ফান্ড বা ইউনিসেফের (UNICEF) সূত্রে চমকপ্রদ এই তথ্য পাওয়া গিয়েছে। ভারতের তুলনায় অর্ধেক শিশু জন্মগ্রহণ করেছে চিনে।

UN-এর World Population Prospects (2019) থেকে বিশেষ তথ্য নিয়ে ২০২১ সালের ১ জানুয়ারিতে শিশু জন্মানোর একটি হিসাব অনুযায়ী, বিশ্বের দশটি দেশে এই শিশুদের বড় অংশ জন্মাবে। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বে নতুন বছরের প্রথম দিনে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ৩ লক্ষ ৭১ হাজার ৫০৪। যারমধ্যে ৫২ শতাংশ শিশুর জন্ম হয়েছে মাত্র ১০টি দেশে।

এছাড়াও একটি তালিকা পাওয়া গিয়েছে যেখানে দেখা গিয়েছে, এদিন চিনে জন্মগ্রহণ করেছে ৩৫ হাজার ৬১৫টি শিশু, নাইজেরিয়ায় ২১ হাজার, পাকিস্তানে ১৪ হাজার, , আমেরিকায় ১০ হাজার, বাংলাদেশ ও মিশরে ৯ হাজার, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ায় ১২ হাজার ইত্যাদি।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট