Outlinebangla Desk: করোনা পরিস্থিতি রুখতে সবাই ভ্যাকসিনের উপর নির্ভর করে আছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের চরম সঙ্কট দেখা দিয়েছে। এর মধ্যেই টিকা বণ্টনে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। এবার থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজে বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিল কেন্দ্র।
মঙ্গলবার রাজ্যগুলির সাথে ভিডিও বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ও ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের সদস্য ডক্তর আর এস শর্মা বিভিন্ন রাজ্যর স্বাস্থ্যসচিবদের বার্তা দেন। যারা প্রথম ডোজ পেয়ে গেছে তাদের জন্য দ্বিতীয় ডোজ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে। এমনকি রাজ্যগুলিকে ৭০ শতাংশ দ্বিতীয় ভ্যাকসিনের ডোজ আলাদা করে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৪৫ বছরের উর্ধ্বে, কোভিড যোদ্ধা, স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে।
দেশ জুড়ে যে ভ্যাকসিনের সঙ্কট চলছে তার প্রধান কারণ হিসেবে ধরা হয়েছে ভ্যাকসিনের অপচয়। কিছু রাজ্য ভ্যাকসিনের অপচয় করছে বলেও অভিযোগ রয়েছে কেন্দ্রের কাছে। তা নিয়ে উষ্মাপ্রকাশ করেছে কেন্দ্রের তরফে। ভ্যাকসিন অপচয় বন্ধ করার কড়া নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।