আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠেছে যে অভিনেতা এমন কঠোর পদক্ষেপ নেওয়ার কারণ কী? কেন তিনি আত্মহত্যা করলেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁর মৃত্যুর তদন্ত ভার যাতে সিবিআইকে দেওয়া হয় সেই দাবী নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিশেষ আবেদন জানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সহ নেটিজেনদের একাংশ। এ কারনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ড শুরু করেছেন নেটিজেনদের একাংশ।
আরও জানা গিয়েছে সিবিআই, এনআইএ, ইডি এবং আয়কর বিভাগের কর্মকর্তাদের নিয়ে এই বিশেষ তদন্তের জন্য দল গঠনের অনুরোধ জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এছাড়াও রূপা গঙ্গোপাধ্যায়, শেখর সুমন, পায়েল রোহতগিরা সহ আরও অনেকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত ভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার দাবিতে সরব হয়েছেন।
Sushant's mysterious death is very heart breaking. Mumbai police is calling it a suicide but there are many evidences that clearly show that it was a planned murder. @AmitShah request you to provide a cbi investigation.#AmitShahDoJusticeForSSR pic.twitter.com/VxZFK5S7CY
— #JusticeForSushantSinghRajput (@BasChillMaar) June 29, 2020
তবে নেটিজেনদের মধ্যে বেশিরভাগই সিবিআই তদন্তের জন্য দাবি করেছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত যাতে ঠিক পথে এগিয়ে যায় তার জন্য লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ান মহারাস্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে।
How helpless his family would have been feeling
after knowing that he has been murdered
but still the police is proving it as plain suicide
they are suffering through a lot…
pain of losing him and the pain of injustice💔💔
let's fight for them 🙏#AmitShahDoJusticeForSSR pic.twitter.com/YkTq1kilLl
— JusticeForSSR! (@10SouraDip) June 29, 2020
SSR always wanted to show no matter what ever happens, never give up on life..
He was always against suicide…
We need to help him get rid of this stamp called suicide with mental illness.. #AmitShahDoJusticeForSSR pic.twitter.com/dBDFAMLjFk
— Sumit Pathak (@SumitPa37385820) June 29, 2020