National crush Rashmika Mandanna life career facts: মডেলিং থেকে সফল অভিনেত্রী

Outlinebangla: সিনেমা দেখতে পছন্দ করেন না বা সিনেমা ভালোবাসেন না এরকম মানুষ আমাদের আশেপাশে কমই আছে, খুঁজলে হয়তো হাতে গোনা কয়জনকে পাওয়া যাবে। বলিউড, হলিউড, টলিউড, সাউথ ইত্যাদি নানান সিনেমা দেখে দিন কাটান সিনেমাপ্রেমী মানুষেরা। সাউথের সিনেমা যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে সাউথের এই নায়িকাকে অবশ্যই চিনবেন। যদি আপনি দক্ষিনী সিনেমা নাও দেখে থাকেন তাও কোথাও না কোথাও আপানি এই অভিনেত্রীর প্রতি ক্রাশ খেয়েছেন। আপনারা সকলে নিশ্চয় এতক্ষনে বুঝে গেছেন কার কথা বলছি, হ্যাঁ, National crush Rashmika Mandanna.

রাশ্মিকা মান্দানার চলচ্চিত্রে প্রবেশ (Rashmika Mandanna in movies):

দক্ষিনী এই অভিনেত্রী ২০১২ সালে মডেলিং শুরু করেন। মডেলিং শুরু করার চলতি বছরেই তিনি ক্লিন এন্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অফ ইন্ডিয়া খেতাব অর্জন করেন। এরপর অভিনেত্রী ক্লিন এন্ড ক্লিয়ারের ব্র্যান্ড আম্ব্যাসেডর হিসাবে যুক্ত হন। পরবর্তীকালে পুনরায় মডেলিং এ মন দেন। ২০১৩ সালে Rashmika Mandanna টিভিসির খেতাব অর্জন করেন লামোডে বেঙ্গালুরুর টপ মডেল হান্টে। এখান থেকেই তার অভিনয় জগতের পদযাত্রা শুরু। দক্ষিনী এই নায়িকার প্রথম চলচ্চিত্র হলো কিরিক পার্টি। কিরিক পার্টি নির্মাতাদের মুগ্ধ করার ফলে ২০১৪ সালে প্রথমেই দিকেই তিনি লিড রোল করার সুযোগ পান এই চলচ্চিত্রটিতে।

রাশ্মিকা মান্দানার জীবনের প্রথমার্ধ (Early days of Rashmika):

অভিনেত্রী প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন কোডাগুর কর্গ পাবলিক স্কুলে। পরবর্তীকালে ব্যাঙ্গালোরে অবস্থিত এম এস রামাইয়া কলেজ অফ আর্টস, সায়েন্স এন্ড কমার্স কলেজ থেকে মনোবিজ্ঞান, সাংবাদিকতা এবং ইংরেজি সাহিত্যের স্নাতক ডিগ্রী লাভ করেন।

রশ্মিকার ব্যক্তিগত জীবন (Rashmika’s personal life):

তার প্রথম সিনেমা’ কিরিকপার্টি ‘। এই সিনেমাটিতে কাজ চলাকালীন সেই সিনেমারই সহ অভিনেতা রক্ষিতর সেঠির সঙ্গে ডেট করতে থাকেন তিনি। তার নিজের শহর ভিরাজপট্টিতে একটি পার্টিতে ২০১৭ সালে বিবাহ সম্পন্ন হয় তাদের। তবে এক বছর পর অর্থাত ২০১৮ সালে নিজেদের সামঞ্জস্যতার সমস্যার কারণে তাদের জুটি আলাদা হয়ে যায়।

National crush Rashmika Mandanna life career

রাশ্মিকা মান্দানার জাতীয় ক্রাশ হওয়ার গতিপথ (National crush Rashmika Mandanna):

সাউথের নায়িকা রাশ্মিকার অনবদ্য অভিনয়, এক্সপ্রেশন, স্টেটমেন্ট প্রত্যেকটি ভক্তের মুখে মুখে শোনা যায়। পৃথিবীর সবচেয়ে বৃহতম টেক জয়েন্ট কোম্পানি গুগল ২০২০ সালে রাশ্মিকাকে ভারতের জাতীয় ক্রাশ হিসাবে ঘোষণা করেছিল। তেলেগু ও কন্নড় মুভিগুলিতে অভিনয়ের পরে টুইটারে ন্যাশনাল ক্রাশ রাশ্মিকা (#NationalCrushRashmika) ট্রেন্ডটি তাঁর ফ্যানেরা ছড়াতে থাকে। দক্ষিণ ভারতের সবচেয়ে উঁচুস্তরের অভিনেত্রীদের মধ্যে অন্যতম অভিনেত্রী রাশ্মিকা মান্দানা বলিউডেও পা রেখেছেন। সম্প্রীতি প্রকাশিত ‘গুডবাই’ দেখা গেছে তাকে।

রাশ্মিকা মান্দানার ন্যাশনাল ক্রাশ হওয়ার পিছনে বেশ কয়েকটি মুভির (Rashmika Mandanna movies) অবদান রয়েছে। যেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ‘ পুষ্পা দা রাইজ ‘। সিনেমাটিতে ‘সৃভাল্লি ‘চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী, যা বক্স অফিসের পাশাপাশি হৃদয় কেড়েছে ভারতীয় জনতার। এই মুভির সামি সামি গানের মায়ার ঘোরে রয়েছেন এখনো অনেকেই। এছাড়াও রাশ্মিকার ‘গীত গোবিন্দম ‘ খুবই জনপ্রিয় একটি সিনেমা।

আরও পড়ুন- ১. Bollywood Stars: বলিউডের যে সব অভিনেত্রী ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন
২. Classic bengali movies: কিছু কালজয়ী সিনেমা যে গুলি না দেখলই নয়
৩. Applications of artificial intelligence and robot: ভবিষ্যৎ কোন দিকে, জানুন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বন্ধে

নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশ করলেই দেখতে পাবেন জাঁকজমক পূর্ণ ছবির সঙ্গে স্পষ্টবাদীতা। যা তার ফ্যানেদের খুব পছন্দের। এছাড়াও ছবির উপরে উপস্থিত হৃদয়গ্রাহী, গভীর ক্যাপশনগুলি নেটিজেনদের মনে দাগ কাটতে বাধ্য।
কেবলমাত্র ইনস্টাগ্রামের গ্লাম যুক্ত ছবি, সিনেমায় অতুলনীয় অভিনয়ই নয়। তার সহজ সরল ব্যবহারের কারণেও তিনি সকল ভক্তদের কাছে খুবই প্রিয়। কাজে যাতায়াতের কারণে রাস্তায় পেপারাজিদের সঙ্গে শীতল আবেশ ও বাচ্চাদের হাসিমাখা ছবি প্রায়ই দেখা যেত। রাশ্মিকার জাতীয় ক্রাশ হওয়ার পিছনে এগুলো অন্যতম কয়েকটি কারণ ।

রাশ্মিকা মান্দানাকে ঘিরে চর্চিত বিষয় (Controversy):

অভিনেত্রীর একটি কলেজের ছবিকে কেন্দ্র করে ট্রল হয়েছিল ২০১৯ সাল নাগাদ। সেই ছবিতে রাশ্মিকাকে ‘dagar’ বলা হয়েছিল, কানাডাতে যেটির অর্থ দেহ ব্য*সায়ী। যদিও অভিনেত্রী এসব হেসে উড়িয়ে দেন।
অপরদিকে আবার ২০২০ সালের ১৬ ই জানুয়ারি ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে ১৫ জন ইনকাম ট্যাক্স অফিসার রেড করেন, অভিযোগ ছিল ইনকাম ট্যাক্সকে ফাঁকি দিচ্ছেন নায়িকা। তবে সেইসময় রাশ্মিকা মান্দানা বাড়ির বাইরে ছিলেন।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস