Sunday, March 26, 2023

Nalhati: করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, তবুও অসচেতন মানুষ

নিজস্ব সংবাদদাতা, নলহাটি: বিশ্বের সঙ্গে সঙ্গে দেশ এবং রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা উদ্ধমুখী। করোনার থাবা গ্রাস করেছে গোটা বিশ্বকে। যেখানে প্রশাসন থেকে বারংবার প্রচার করে নির্দেশ দেওয়া হচ্ছে ঘরের বাইরে বেরোলে মুখে মাস্ক ব্যবহার করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে, সেখানে একশ্রেণীর মানুষের মুখে নেই মাস্ক, মানছেননা কোনো সামাজিক দূরত্ব।

 

people still unconscious
চিত্র, নলহাটী বাজার

সংক্রমণ রুখতে রাজ্য সরকার সাপ্তাহিক লক ডাউন শুরু করেছে, ঠিক সেই মত পরশু ছিল রাজ্য সরকার ঘোষিত লকডাউন। কিন্তু পরের দিন দেখা গেলো এই চিত্র।

 

upward but people still unconscious
চিত্র, নলহাটী পাইকপারা রেলগেট

লকডাউন এর পরের দিন গুলি অর্থাৎ আজ এবং কাল নলহাটি বাজারে ছিল উপচে পড়া ভিড়, এক শ্রেণীর মানুষের মুখে নেই মাস্ক, নেই সামাজিক দূরত্ব।

 

Nalhati Corona graph
চিত্র, নলহাটী বাজার

প্রশাসন একদিকে যেমন বারংবার মানুষ কে সচেতন করছেন, ঠিক তেমনই মানুষ কে সচেতন হতে হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ মাক্স ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। সচেতনতাই এখন একমাত্র রাস্তা।

 

Nalhati Corona
চিত্র, নলহাটী বাজার

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। কিন্তু এভাবে চলতে থাকলে কবে করোনা মুক্ত হবে আমাদের দেশ? প্রশ্ন একশ্রেণীর সচেতন মানুষের মুখে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট