আউটলাইন বাংলা ওয়েব ডেস্ক: বিশ্বের পাঁচ ধনী ব্যক্তির তালিকায় একমাত্র ভারতীয় মুকেশ আম্বানি। করোনার কারণে চলা লকডাউনে যখন ভারতে একের পর এক কলকারখানা, কোম্পানি বন্ধ হয়েছে। কাজ নেই সাধারন মানুষের কাছে তখন সমান ভাবে কামিয়েছেন মুকেশ আম্বানি।
কিছুদিন আগেই ফেসবুক থেকে শুরু করে একাধিক বহুজাতিক সংস্থা তার সংস্থার শেয়ার কিনে অংশীদার হয়েছে। আর ফুলেফেঁপে উঠেছে আম্বানির সম্পদ। মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ এখন দাঁড়িয়েছে ৬,৫৮,৪০০ কোটি টাকা।
করোনায় লকডাউন চলাকালে প্রতি ঘণ্টায় ৯০ কোটি টাকা কামিয়েছেন মুকেশ আম্বানি। বর্তমানে এশিয়ার ধনীতম ব্যক্তি তিনি। তিনি বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। ভারতে সবার শীর্ষে মুকেশ আম্বানি। দ্বিতীয় স্থানে রয়েছেন লন্ডন নিবাসী হিন্দুজা ব্রাদার্স। পঞ্চম স্থানে রয়েছেন আজিম প্রেমজি।