আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ পাখির চোখ একুশের ভোট, লক্ষ্য একটাই বাংলা দখল। আসন্ন নির্বাচনের আগেই জনসংযোগ বাড়াতে ব্রিগেডে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সুত্রের খবর অনুযায়ী জানাগিয়েছে, আগামী ৭ মার্চ ব্রিগেডে আসছেন তিনি। এই সভার আগে আগামী ২২ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার হুগলীতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। ওই দিন তিনি রাজনৈতিক সভার পাশাপাশি বেশ কিছু সরকারি অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন।
আগামী ৭ মার্চ ব্রিগেডে নির্বাচনী জনসভার আগে রাজ্যের পাঁচটি রথযাত্রা শেষ করতে হবে। আগামী ৬ ফেব্রুয়ারি রাজ্যে প্রথম রথ নিয়ে পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পঞ্চম রথযাত্রার সূচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন নামখানার জনসভায় অমিত শাহ বলেন, ২০২১ এর নির্বাচন শুধুমাত্র বাংলা দখল করার লড়াই না, এই লড়াই সোনার বাংলা গড়ে তোলার লড়াই। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) চালু করব। সবশেষে বলেন, “বংলায় একবার মোদিজিকে ক্ষমতায় নিয়ে আসুন, কথা দিচ্ছি আমরা ৫ বছরের মধ্যে বাংলাকে সোনার বাংলায় পরিণত করব।“
গতকাল অন্যদিকে পৈলানের কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিজেপির ‘ভাতিজা’ মন্তব্যের যোগ্য জবাব দিয়েছেন, আক্রমনের সুরে বলেছেন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাও, তারপর আমার সঙ্গে লড়াই করতে এসো।