আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) করোনা টিকা সম্পর্কিত নানান কর্মসূচী নিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে প্রত্যেক রাজ্য কতটা প্রস্তুত করোনা টিকা করনের জন্য তা নিয়েও আলোচনা করেন তিনি।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে দেশবাসীর। চলতি মাসের ১৬ তারিখ থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু হবে। এমনটাই জানিয়ে ছিল স্বাস্থ্যমন্ত্রক। করোনার টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সর্বপ্রথম টিকা দেওয়া হবে সারা দেশে তিন কোটি স্বাস্থ্যকর্মীকে। এরপরই যাঁদের ৫০ বছরের ঊর্ধ্বে বয়স তাঁরা পাবে করোনার টিকা। সব মিলিয়ে ২৭ কোটি দেশবাসীকে করোনার টিকা দেওয়া হবে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দুই করোনা টিকাকে জরুরি ভিত্তিতে প্রয়োগ করা যাবে বলে জানিয়েছে DCGI। এর আগে করোনার টিকা সংক্রান্ত আলোচনার জন্য ক্যাবিনেট সচিব, মুখ্যসচিব, স্বাস্থ্য সচিব এবং অন্যান্য সিনিয়র আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) টিকাকরন নিয়ে কথা বলবেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে।