Wednesday, March 22, 2023

আগামী ২৫ ডিসেম্বর কৃষকদের সাথে কথা বলবেন মোদি, নিজ হতে বিলি করবেন ১৮ হাজার কোটি টাকা

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ নয়া কৃষি বিল নিয়ে একাধিকবার সরকারের সাথে আলোচনার পরেও কোনরকম সমাধান সুত্র মেলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসরে নেমেও কৃষক নেতাদের বোঝাতে ব্যর্থ হয়েছিল। তবে এবার কৃষক বিক্ষোভ মেটাতে আসরে নামছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, গত রবিবার তিনি গিয়েছিলেন গুরুদ্বারে। সেখানে শিখগুরু তেগবাহাদুরকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন। তবে এবার তিনি কৃষক বিক্ষোভ মেটাতে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গে আলোচনায় বসবেন। এছাড়াও জানা গিয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তির প্রায় ১৮ হাজার কোটি টাকা বড়দিনে তিনি নিজ হাতে কৃষকদের মধ্যে বিতরণ করবেন।

কৃষিমন্ত্রক সুত্রের খবর, ওই দিন টাকা বিতরনের পাশা-পাশি, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গেই কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে আলোচনা করবেন। এবং নয়া কৃষি আইন (Farm Laws) নিয়ে তিনি কৃষকদের সমস্ত রকম প্রশ্নের জবাব দেবেন বলেও জানা গিয়েছে। মনে করা হচ্ছে আগামী ২৫ ডিসেম্বর কৃষক বিক্ষোভের সমস্যার সমাধান হতে পারে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট