আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। তাই নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে আজ ব্রিগেড সমাবেশ (Brigade Meeting) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi)। সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে আজ বিগ্রেড সমাবেশে থাকবে অভিনেতা মিঠুন চক্রবর্তী (Actor Mithun Chakraborty)। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও রয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Actor Mithun Chakraborty)।
রাত থেকেই হাওড়া (Howrah), শিয়ালদা (Sealah) থেকে শহরমুখী বিজেপি (BJP) কর্মী-সমর্থকরা। সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, আজ সকাল ১১টা ২০ মিনিটে দিল্লি থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন মোদি। এবং দুপুর ২টো নাগাদ পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তবে আজ ব্রিগেডে মোদী কী বার্তা দেন সেদিকে তাকিয়ে গোটা বাংলা।
Kolkata: People have started arriving at Brigade Parade Ground for Prime Minister Narendra Modi's rally today pic.twitter.com/uVnJBb8bvt
— ANI (@ANI) March 7, 2021
Prime Minister Narendra Modi to address a public rally at Brigade Parade Ground in Kolkata today pic.twitter.com/45TZyJPEhk
— ANI (@ANI) March 7, 2021