দাদাসাহেব ফালকের মতো “সত্যজিৎ রায় পুরস্কার” চালু করতে চলেছে মোদী সরকার

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ভোটের মুখে জাতীয় স্তরে দাদাসাহেব ফালকের (Dadasaheb Phalke) মতো সত্যজিত রায় পুরস্কার (Satyajit Ray Award) চালু করার ঘোষণা মোদী সরকারের (Modi Govt)। ১৯৬৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার চালু হয়েছিল, তবে দ্বিতীয়বার কোনও চলচ্চিত্র ব্যক্তিত্বের নামে জাতীয় স্তরে চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হল। গতকাল অর্থাৎ সোমবার শহরের একটি পাঁচ তারা হোটেলে এনএফডিসি-র (NFDC)-র অনু্ষ্ঠানে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর ((Prakash Javadekar) ঘোষণা করলেন।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কোনো কিছুতেই ত্রুটি রাখতে চান না বিজেপি। এদিনের সরকারি বৈঠকে মূলত বাংলা সিনেমার উন্নয়ন নিয়েই আলোচনা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, নন্দিতা রায়, পরিচালক অরিন্দম শীল, অনীক দত্ত।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে হলদিয়ায় গ্যাস-সংযোগ প্রকল্পের উদ্বোধন করতে রাজ্যে এসেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবং গতকাল নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর উদ্বোধন করেন তিনি। নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে ‘সত্যজিৎ রায় পুরস্কার’ চালু করতে চলেছে মোদী সরকার (Modi Govt) এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলে একাংশ।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস