আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ হাসির রাজা মীর আফসার আলির কোনদিনই ‘সাতে পাঁচে’ থাকার অভ্যাস নেই। কিন্তু বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে ইনস্টাগ্রামে পোস্ট করে এক কেলেঙ্কারি কান্ড ঘটিয়ে বসেছেন। “এবার ভোটে জিতবে কে?” ‘ঘুষ’ নিয়ে সে কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়।
গত শুক্রবার ভোটের দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। এই পরিস্থিতিতে ‘ফুডকা’র নতুন ভিডিও পোস্ট করেছেন মীর। সেখানে তিনি নিজেই রাজনৈতিক নেতা সেজে ঘোষণা করেছেন ভোটে এবার ‘ফুডকা’ পার্টি জিতবে। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “ভোটের দিনক্ষণ তো ঘোষণা হয়ে গেল…এবার আমাদের মাঠে নামার পালা। এবার ভোটে সবার দাবি – জমিয়ে খাবি। জমিয়ে খাবি।”
শুধু তাই নয় তিনি ভিডিওতে দেখিয়েছেন ‘ঘুষ’ নিয়ে গিয়ে ধরা পড়ে গিয়েছেন। তবে পোস্টের নিচে আবার লিখে দিয়েছেন ভিডিওটা মজার ছলেই করা। কোন রাজনৈতিক দলকে আঘাতের জন্য করা হয়নি। মীরের একটাই দাবি, “ভোট ফর ফুডকা।”