Outlinebangla Digital Desk: মারন ভাইরাস করোনার জেরে জর্জরিত দেশ থেকে রাজ্য। গত দু-তিন দিন করোনা দৈনিক সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী ছিল। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার ফের একধাক্কায় অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ। আজ সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা (Covid-19) আক্রান্ত ৩,৬২,৭২৭ জন। এবং গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,১২০ জনের। দেশের এমন কঠিন পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কাতর আবেদন জানালেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। কিন্তু হঠাৎ কিসের আবেদন করলেন মীর। আসুন জেনে নেওয়া যাক।
আজ অর্থাৎ বৃহস্পতিবার মীর আফসার আলি (Mir Afsar Ali) নিজের ফেসবুক প্রফাইলে লেখেন, “মাননীয় নরেন্দ্র মোদিকে আমার বিনীত অনুরোধ জব জিন্দা থে পুছা নেহি, জো মর গ্যায়ে আয়ে হ্যায় সোগ মানানে। স্যার, মানুষ মরে যাওয়ার পর কাঁদবেন না। দয়া করে তাঁরা বেঁচে থাকতে কিছু একটা করুন।” মীর তাঁর পোষ্টে অনুরোধ জানানোর পাশাপাশি লেখেন অন্য একটি পোষ্টে লেখেন, “ঠিক খোঁচা নয়… অনুরোধ বলতে পারেন। আগামীকাল ঈদের নামাজ পড়বো বাড়ীতে, দোয়া করবো সবার জন্য। মোদিজীর জন্য স্পেশাল দোয়া।”