সিঙ্গেলরা কিভাবে কাটাবেন “Valentines-Day”, জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ কথাতেই আছে ফেব্রুয়ারী মাস মানেই ভালোবাসার মাস। নতুন আনন্দে, নতুন ছন্দে বেশির ভাগ মানুষই তাঁর স্পেশাল মানুষটির সাথে ভালোবাসার সময় উপভোগ করছেন। তবে এই প্রেমের মাসে যাদের স্পেশাল মানুষ নেই, তাঁরা নিজেদের একদম নিঃসঙ্গ না ভেবে, বরং ‘সিঙ্গেল’ লাইফ চুটিয়ে উপভোগ করুন। ঠিক যেমনভাবে সিঙ্গেল লাইফ উপভোগ করছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) “প্রেম দিবস” (Valentines-Day) অর্থাৎ ভালোবাসার দিনটি কিভাবে কাটাবেন তা জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর কাছে ভালোবাসার (Valentines-Day) জন্য শুধুমাত্র একটা দিনই যথেষ্ট নয়, আর এতে তিনি বিশ্বাসীও নন। এ বছর “ভ্যালেন্টাইনস ডে” তে’ আনন্দ ও ভালবাসা ভাগ করে নেবেন তাঁর প্রিয় দুই পোষ্য “ম্যাক্স” ও “চিকো’-র সঙ্গে।

উল্লেখ্য, অভিনেত্রী মিমি চক্রবর্তী ইনস্টাগ্রামে তাঁর প্রিয় দুই পোষ্য “ম্যাক্স” ও “চিকো’-র’ অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। ইতিমধ্যেই যারা ফলোয়ার সংখ্যা অনেকটাই বেড়েছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস