আউটলাইন বাংলা, রিন্টু পাঁজা, রামপুরহাট: সামনে একুশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়েছেন। হাঁসন বিধানসভা কেন্দ্রের দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের প্রার্থী হয়েছেন মিল্টন রশিদ।
অন্যান্য দিনের মতো শনিবার তিনি নির্বাচনী প্রচারে বেরিয়ে তার কাছে কাছে হটাৎ ফোন আসে রামপুরহাট ২ নম্বর ব্লকের অন্তর্গত বুধিগ্রাম অঞ্চলের ধরলা গ্রামে মেঘনাদ প্রামানিক(১৭) নামে কিশোর পুকুরের জলে ডুবে মারা গেছে, তার ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে তার মরদেহ আনা হয়েছে সঙ্গে সঙ্গে মিল্টন বাবু ছুটে যান রামপুরহাট মেডিক্যাল কলেজে হাসপাতালে।
সেখানে কিশোর এর মরদেহ ময়না তদন্তের পরে মিল্টন বাবু নিজে চায়না ভ্যান চালিয়ে ধরলা গ্রামে পরিবারের হাতে তুলে দিয়ে এলেন হাঁসনের বিদায়ী বিধায়ক তথা কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ। এই ঘটনায় এক অদ্ভুত নজির সৃষ্টি করলেন হাঁসন কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক মিল্টন রশিদ।