Monday, March 27, 2023

দুর্গাপুজোতে সারা রাত পরিষেবা চালু রাখতে চায় না কলকাতা মেট্রো

আউটলাইন বাংলা ডেস্কঃ অপেক্ষা আর মাত্র কয়েকটা দিন, আর তারপরই দুর্গাপুজো (Durga Puja 2020) উৎসবে মেতে উঠবে বাঙালি। তবে এবারের করোনা আবহের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজো (Durga Puja 2020)। এমন পরিস্থিতিতে সারা রাত মেট্রো পরিষেবা সচল রাখতে চায় না কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Railway)। মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন করোনা সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখেই পুজোর দিন গুলিতে রাতের পরিষেবা বন্ধ রাখার কথা ভাবছে।

করোনা বিশেষজ্ঞরা আগেই জানিয়েছে দুর্গা পুজোর পর করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। তাই কলকাতা মেট্রোর মুখপাত্র ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় (Indrani Banerjee) জানিয়েছেন, করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার কারণে, আমরা এই বছর দুর্গাপুজোর (Durga Puja 2020) দিনগুলিতে সারা রাত পরিষেবা চালু রাখার কথা ভাবছি না। তবে এই বিষয়ে এখনও সঠিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অনান্য বছর দুর্গা পুজোয় মেট্রো রেল নবমী পর্যন্ত ভোর ৪টে পর্যন্ত পরিষেবা দিয়ে থাকে। এবং দশমীতে মাঝরাত পর্যন্ত পরিষেবা পাওয়া যায়। তবে এই বছর পুরোটাই মেট্রো রেলের ওপর নির্ভর করছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট