Homeজীবন শৈলীমেমোরি লস, মাঝে মাঝে ভুলে যাচ্ছেন কেন এক ঘর থেকে অন্য ঘরে...

মেমোরি লস, মাঝে মাঝে ভুলে যাচ্ছেন কেন এক ঘর থেকে অন্য ঘরে গেলেন, কেন এমন হয়!

আউটলাইন বাংলা: আমাদের রোজকার জীবনে কোন কিছু হঠাৎ ভুলে যাওয়া খুবই সাধারণ ঘটনা। কিন্তু কেন হয় এমন? বিখ্যাত দার্শনিক এবং প্রাবন্ধিক বার্ট্রান্ড রাসেলের ব্যাখ্যা অনুযায়ী, যে ঘটনা আমাদের মন রাখতে চায় না, তা মস্তিষ্কও মনে রাখে না। কিন্তু ঘরে কোনো দরকারের জন্য ঢুকে, কিসের জন্য এসেছে ভুলে যাওয়া সেটি তারই থিওরির সাথে মেলে না। মনস্তত্ত্বের ভাষায় একে বলে ডোরওয়ে এফেক্ট বা লোকেশন আপডেটিং এফেক্ট।

মনস্তত্ত্ববিদরা বলছেন, এইরকম ঘটনার জন্য দরজা, স্থান,ঘরের একটা প্রভাব আছে। যখন একটি ঘর থেকে দরজা পেরিয়ে অন্য ঘরে ঢোকে তখন পুরনো স্মৃতি ফিকে হয়ে যায়। তাই পুরনো ঘর থেকে কিছু ভেবে এলেও নতুন ঘরে তা মনে পড়ে না।

তবে ইউনাইটেড স্টেটসের নোতর দাম ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছেন, শুধু বাস্তব জগতেই না,ভার্চুয়াল দুনিয়াতেও এই ঘটনা ঘটে। অনেক সময় কম্পিউটারে একসাথে অনেকগুলো উইন্ডো খোলা থাকলে এই ঘটনা ঘটে। তাই তারা এর নাম দিয়েছেন উইন্ডো এফেক্ট। গবেষকরা এর পাশাপাশি দেখিয়েছেন যারা অতিরিক্ত পরিশ্রম করেন বা কাজের চাপ বেশি থাকলে তা থেকেও এই রকম ঘটনা ঘটে।

এই মুহূর্তে