ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত তথ্য ফাঁস

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাও প্রচুর। কিন্তু সম্প্রতি বিশ্বের ১০০ টি দেশের প্রায় ৫৩ কোটি ৩০ লাখের বেশি গ্রাহকদের ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে আছে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভ ওয়াকার টুইটারে লিখেছেন, “পরিহাসের বিষয় হলো ৫৩৩ মিলিয়ন মানুষের ফেসবুক ফাঁসের বিড়ম্বনায় জুকারবার্গ নিজেও রয়েছেন”। জুকারবার্গ ছাড়াও ফেসবুকের আরও দুই প্রতিষ্ঠাতা ক্রিস হিউজ এবং ডাস্টিন মস্কোভিৎজের নাম, ফোন নম্বর সহ একাধিক ব্যক্তিগত তথ্য ফাঁস হয়।

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, ভারতের ৬১ লাখ, বাংলাদেশ ৩৮ লাখ, আফগানিস্তানের ৫ লাখ ৫০ হাজার, অস্ট্রেলিয়ার ১২ লাখ, ব্রাজিলের ৮০ লাখ ফেসবুক ইউজারের তথ্য ফাঁস হয়েছে। এর আগেও বারবার ফেসবুকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া হ্যাকাররা এই তথ্য নিয়ে সাধারন মানুষকে বিপদে ফেলার চেষ্টা করবে। কিন্তু ফেসবুকে তরফ থেকে জানানো হয়েছে তারা সবকিছু খুঁটিয়ে দেখছেন।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস