আউটলাইন বাংলা ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবার রাজ্য জুড়ে পূর্ণ লকডাউন। রাজ্যে এই ২ দিন পূর্ণ লকডাউনে বন্ধ থাকবে রেল পরিষেবা, এমনকি স্পেশাল ট্রেনও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। বৃহস্পতিবার (২০.০৮.২০২০) এবং শুক্রবার (২১.০৮.২০২০) এই ২ দিন হাওড়া থেকে কোনও ট্রেন চালানো হবে না এবং অন্য রাজ্যে থেকে কোন ট্রেন আসবে না। ট্রেন থাকছে না হাওড়া, শিয়ালদহ, শিলিগুড়ি, মালদহ ও আসানসোল স্টেশনে এমনটাই জানিয়েছে পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব সীমান্ত রেল। রাজ্যের সম্পূর্ণ লকডাউনে আগামী ২ দিন যে সমস্ত ট্রেন চলাচল করবে না দেখে নিন তার তালিকা।
আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন। হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন। শালিমার-পাটনা দুরন্ত স্পেশাল এক্সপ্রেস। যশোবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস। এছাড়াও দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, আগামী ২৭ ও ৩১ আগস্ট বাতিল থাকছে শিয়ালদহ-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস।
তবে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যে ট্রেনগুলির যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে সেগুলি হল সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশাল, এই ট্রেনটি হাওড়ার পরিবর্তে ভুবনেশ্বর আসবে। এছাড়াও আগামী ২ দিন ভুবনেশ্বর থেকে নয়াদিল্লি স্পেশাল ট্রেন এবং এসি এক্সপ্রেস ট্রেনের কোনও স্টপেজ থাকবে না এই রাজ্যে।