আগামী ৭ ডিসেম্বর জেলা সফরে মুখ্যমন্ত্রী, প্রথম সভা পশ্চিম মেদিনীপুরে

আউটলাইন বাংলা ডেস্কঃ গতকাল তৃণমূলের অভিজ্ঞ কর্মী ও নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হঠাৎ পদত্যাগ নিয়ে বাড়ছে জল্পনা। শুধু তাই না একুশে ভোটের আগে কি ফের দলবদল? এমন পরিস্থিতির মধ্যে তৃনমূল চাইছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ হিসেবে তুলে ধরতে। কারন নজরে শুধু একুশের বিধানসভা ভোট। তাই এবার রাজনৈতিক প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ৭ ডিসেম্বর তিনি জনসভা করবেন মেদিনীপুর টাউনে। এই জনসভায় উপস্থিত থাকবেন দুই মেদিনীপুরের তৃণমূল বিধায়করা ও সমর্থকরা। সুত্রের খবর অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলা সভাপতিদের সঙ্গে কথা বলবেন।

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্ত্রিত্ব ছাড়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম জেলা সফরে যাচ্ছেন। বলা চলে প্রস্তুতি তুঙ্গে মেদিনীপুরের প্রশাসনিক মহলে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস