Friday, March 24, 2023

পেট্রোপন্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে Electric scooterএ চেপে নবান্ন গেলেন Mamata

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে পেট্রোল, ডিজেলের দাম (petrol and diesel price hike)। এমন পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলি প্রতিবাদ নেমেছে। তবে আজ অভিনব ভাবে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ তিনি ইলেকট্রিক স্কুটারে নবান্নে (Nabanna) পৌঁছলেন। স্কুটি চালালেন তাঁরই মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

আজ দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে স্কুটারে চেপে নবান্নে (Nabanna) গেলেন মুখ্যমন্ত্রী। নবান্নে পৌঁছে পেট্রোপন্যের লাগাম ছাড়া মুল্যবৃদ্ধির প্রতিবাদ জানান। তিনি বলেন এই মূল্যবৃদ্ধির ফলে মুশকিলে পড়ছে আমজনতা। সাধারন মানুষদের বিপদের মুখে ফেলে দেওয়ার চক্রান্ত চলছে। তিনি মুল্য বিদ্ধির প্রতিবাদে দেশ জুড়ে পথে নামার ডাক দিয়েছেন। এক কথায় বলা চলে এই অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল গোটা বাংলা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট