Sunday, March 26, 2023

নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত মমতা বন্দ্যোপাধ্যায়, স্থগিত তৃণমূলের ইস্তেহার প্রকাশ

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ গতকাল নন্দীগ্রামের দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী আহত হওয়ার জেরে স্থগিত হয়ে গেল তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ। আজ বৃহস্পতিবার দুপুরে কালীঘাটের বাসভবনে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার জেরে তা বাতিল।

গতকাল অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে হলদিয়া গিয়ে মনোনয়ন জমা দেয়। এবং তারপর তিনি ফের নন্দীগ্রাম ফিরে আসেন। সন্ধেয় নন্দীগ্রামের কয়েকটি মন্দিরে যান মুখ্যমন্ত্রী। এবং রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বেরিয়ে আসার সময় এই ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, চক্রান্ত করে ধাক্কা মারে চার-পাঁচজন। এর পরই মাটিতে পড়ে যান মুখ্যমন্ত্রী। তাঁর বাঁ পায়ে, কোমরে ও মাথায় চোট লাগে।

তৃণমূলনেত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, সেই সময় স্থানীয় কোনও পুলিশ উপস্থিত ছিল না। ছিলেন না পুলিশ সুপারও। অভিযোগ, চক্রান্ত করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, চলন্ত গাড়ির দরজা খুলে রেখেছিলেন মুখ্যমন্ত্রী। এবং ওই দরজার সঙ্গে রাস্তার পাশের বাসিস্তম্ভে বাড়ি খেলে পরমুহূর্তে চোট পান মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট