আউটলাইন বাংলা ডেস্কঃ রাজ্য জুড়ে চলছে ভোট যুদ্ধ। আজ অর্থাৎ বৃহস্পতিবার নির্বাচনের শেষ দফা। আগামী ২ মে ভোট গণনা। ঠিক ভোট গণনার আগের দিন অর্থাৎ ১ মে বেলা ১২টায় তৃণমূলের প্রার্থী ও গণনাকেন্দ্রের এজেন্টদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোট গণনার আগের দিন তৃণমূল নেত্রীর বৈঠক নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
অন্যদিকে ভোট গণনার নিয়ে নয়া নির্দেশিকা দিয়েছেন নির্বাচন কমিশন। ওই নির্দেশিকায় জানা গিয়েছে, বৈধ কোভিড নেগেটিভ রিপোর্ট ও দুদফার ডোজের শংসাপত্র দেখালে গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি পাবে। এছাড়াও জানা গিয়েছে কোনো পরিস্থিতিতেই ভোট গণনার দিন গণনা কেন্দ্রের বাইরে ভিড় করতে পারবে না। তবে হঠাৎ এই সিদ্ধান্ত নিয়ে কমিশনের থেকে ব্যাখ্যা চেয়েছে তৃণমূল। তবে এখন দেখার ভোট গণনার আগের দিন তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকে কি হতে চলেছে।