Mamata Banerjee Injury: নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ নন্দীগ্রামে (Nandigram) গিয়ে পায়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ দিনভর মন্দিরে পুজো থেকে থেকে রোড শো। তারপর নন্দীগ্রাম থেকে হলদিয়া গিয়ে মনোনয়ন জমা দেওয়া। ফের নন্দীগ্রাম ফিরে আসা। আজ মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে থাকারও কথা ছিল।

সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, সন্ধেয় নন্দীগ্রামের কয়েকটি মন্দিরে যান মুখ্যমন্ত্রী। এবং রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বেরিয়ে আসার সময় এই ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, চক্রান্ত করে ধাক্কা মারে চার-পাঁচজন। এর পরই মাটিতে পড়ে যান মুখ্যমন্ত্রী। তাঁর বাঁ পায়ে, কোমরে ও মাথায় চোট লাগে।

তৃণমূলনেত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, সেই সময় স্থানীয় কোনও পুলিশ উপস্থিত ছিল না। ছিলেন না পুলিশ সুপারও। অভিযোগ, চক্রান্ত করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস