নিজস্ব সংবাদদাতা মালদা: এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পুরাতন মালদার পোপরা এলাকায়। হত্যা (Murder) না দুর্ঘটনা? তদন্তে মালদা থানার পুলিশ। শনিবার সকালে পোপরা এলাকায় একটি নির্মীয়মান কালভার্টের নিচ থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করে মালদা থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম ভারতী হেমব্রম (১৯)। বাড়ি মালদা থানার পোপরা এলাকায়। এদিন সকালে স্থানীয়দের নজরে পরে যুবতীর মৃতদেহটি। এরপর খবর দেওয়া হয় মালদা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
ওই মৃত যুবতীর শরীরে বেশ কয়েক জায়গায় লোহার রড বিঁধে যাওয়ার দাগ রয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা থানার পোপরা এলাকায়।