আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ এবার থেকে খ্রিস্টান ধর্মসম্প্রদায়ের মানুষ ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবে। এমনই রায় দিয়েছে মালয়েশিয়ার হাইকোর্ট। এক দশক ধরে আইনি লড়াইয়ের পর শেষ পর্যন্ত বুধবার নিষেধাজ্ঞা তুলে এই রায় দিল হাইকোর্ট। এক খ্রিস্টান ব্যক্তির আল্লাহ শব্দ বলার ফলে তাকে নানাভাবে জব্দ করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে সে কোর্টে মামলা করেন এবং তারই রায় দেয় আদালত।
অতীতে মালয়েশিয়ায় অমুসলিমরা ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করার ফলে সহিংসতার ঘটনা ঘটে। দেশে মুসলিম ধর্মসম্প্রদায়ের পাশাপাশি অনেকটা অংশ জুড়ে খ্রিস্টান ধর্মসম্প্রদায়ের মানুষ বসবাস করে। তারা ‘আল্লাহ’ বোঝাতে সৃষ্টিকর্তাকে বোঝাতে চেয়েছেন।
এক দশকের বেশি সময় ধরে এই আইনি লড়াই চলার পর বিচারক নর বি বলেন, ‘আল্লাহ’র পাশাপাশি আরও তিনটি শব্দ খ্রিস্টানরা ব্যবহার করতে পারবে বলে রায়ে দেন। এগুলো হলো- কাবা, বাইতুল্লাহ ও সালাত। তিনি বলেন, এই চারটি শব্দ ব্যবহারে যে নিষেধাজ্ঞা ছিল তা ‘অবৈধ ও অসাংবিধানিক’।