Wednesday, March 22, 2023

রণবীরকে দেখতে না পেয়ে বিমর্ষ Alia

আউটলাইন বাংলা ডেস্কঃ গত ৯ মার্চ করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। অভিনেতার অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁর মা নীতু কাপুর (Neetu Kapoor)। আক্রান্ত হওয়ার পর থেকেই মুম্বইয়ের (Mumbai) বাড়িতেই রয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এইমুহূর্তে চিকিৎসকের পরামর্শ মতো চলছেন বলে জানা গিয়েছে।

এমন পরিস্থিতিতে রনবীরকে না দেখতে পাওয়ার যন্ত্রণায় বিমর্ষ অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। সম্প্রতি আলিয়া নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে, এবং ক্যাপশনে লিখেন, ‘মেজর মিসিং‘ (major missing)। রনবীরকে ছাড়া তাঁর যে ভালো লাগছে না তা স্পষ্ট করে দিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত গত বছরের শেষের দিকে করোনা পজিটিভ হয়েছিল নীতু কাপুর (Neetu Kapoor)। পঞ্জাবে যুগ যুগ জিয়ো-র শ্যুটিং করতে গিয়েই করোনায় আক্রান্ত হন নীতু কাপুর।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট