Monday, March 27, 2023

নিলামে উঠতে চলেছে মহাত্মা গান্ধীর ব্যবহৃত বাটি, চামচ ও কাঁটা

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী (২অক্টোবর, ১৮৬৯ – ৩০ জানুয়ারি, ১৯৪৮) অন্যতম প্রধান ভারতীয় রাজনীতিবিদ, তথা ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। মহাত্মা গান্ধীর তৎকালীন সময়ে নিত্যদিনের ব্যবহারিত জিনিস, ছোট একটি ধাতব বাটি, দু’টি কাঠের চামচ এবং একটি কাঠের কাঁটা, যেগুলি জানুয়ারি মাসের ১০ তারিখে নিলামে উঠতে চলেছে। এই নিলাম হবে ব্রিটেনের ব্রিস্টলে।

এছাড়াও নিলামকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৪২ থেকে ১৯৪৪ সালের মধ্যে পুণের আগা খান প্যালেস ও মুম্বইয়ের পাম বান হাউসে থাকাকালীন তিনি যে-সমস্ত বাসনপত্র ব্যবহার করতেন, তাও নিলাম হবে। সুত্রের খবর অনুযায়ী, নিলাম শুরু হবে ৫৫,০০০ গ্রেট ব্রিটেন পাউন্ড (GBP) দিয়ে। ভারতীয় মুদ্রায় এটি ৫৫ লক্ষ টাকার সমান।

বিমা, ভাড়া, জিএসটি, নিলামকারীর লভ্যাংশ ইত্যাদি সব মিলিয়ে সব চেয়ে কম নিলামে দাম উঠতে পারে ১.২ কোটি থেকে প্রায় দুকোটির কাছাকাছি।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট