আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আগামি ব্রিহস্পতিবার অর্থাৎ ১১ মার্চ মহাশিবরাত্রি উৎসব (Mahashivratri 2021)। শিবরাত্রি কথাটি এসেছে শিব ও রাত্রির সমন্বয়ে। এদিন পার্বতীর সঙ্গে মহাদেবের বিয়ে হয় বলে প্রচলিত বিশ্বাস। শিবভক্তরা এই দিনটি মহা আড়ম্বরের সাথে পালন করেন। মহা শিবরাত্রির দিন শিবের ভক্তরা উপবাস পালন করেন। ফাল্গুেন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়।
এই বছর মহাশিবরাত্রি (Mahashivratri 2021) উদযাপন হবে ১১ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার। চতুর্দশী তিথি শুরু হবে ১১ মার্চ বেলা ২টো ৩৯ মিনিটে এবং চতুর্দশী শেষ হবে ১২ মার্চ বিকেল ৩টে ২ মিনিটে। নিশিতা কাল পুজোর সময় সূচি হল, ১২ মার্চ রাত ১২টা ৬ মিনিট থেকে রাত ১২টা ৫৫ মিনিট পর্যন্ত। রাত্রি প্রথম প্রহর পুজোর সময় সূচি হল, সন্ধে ৬টা ২৭ মিনিট থেকে ৯টা ২৯ মিনিট পর্যন্ত।

রাত্রির দ্বিতীয় প্রহর পুজোর সূচি হল, ১২ মার্চ রাত ৯টা ২৯ মিনিট থেকে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত। রাত্রির তৃতীয় প্রহর পুজোর সূচি হল, ১২ মার্চ রাত ১২টা ৩১ মিনিট থেকে রাত ৩টে ৩২ রাতের মিনিট পর্যন্ত। রাত্রির চতুর্থ প্রহর পুজোর সূচি হল ১২ মার্চ রাত ৩টে ৩২ মিনিট থেকে ভোর ৬টা ৩৪ মিনিট পর্যন্ত।

মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের আরাধনার দিন। প্রচলিত আছে এই ব্রত পালন করা হয় অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য। এই দিন শিবের ভক্তরা শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে আরাধনা করে থাকে।
