আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনার জেরে গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। এমন পরিস্থিতিতে বোর্ডের পরিক্ষা কিভাবে নেওয়া হবে, আগামী বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কতটা সিলেবাসের ওপর নেওয়া হবে, এই উদ্বেগ ছাত্র-ছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের মধ্যেও দেখা গিয়েছিল। এবার এই সমস্যার সমাধান করল রাজ্য সরকার।
আজ বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন ২০২১ এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস ৩০-৩৫ শতাংশ কম করা হবে। সিলেবাস কমিটি, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্যশিক্ষা পর্ষদ একত্রে এই বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল, এবার ওই প্রস্তাব মেনেই ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমাতে সায় দিল রাজ্য সরকার।
সিলেবাস কাটছাঁটের কথা ঘোষণা করা হলেও, সিলেবাস থেকে কোন কোন বিষয় বাদ দেওয়া তা কিভাবে জানবে পড়ুয়ারা? শিক্ষামন্ত্রী জানিয়েছেন শীঘ্রই মধ্যশিক্ষা পর্যদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাসে কোন কোন অংশ বাদ দেওয়া হয়েছে।