আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দেবী দুর্গার মন্ত্র জপে মহাসপ্তমীর দিন পর পর দুটি টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তিনি আজ টুইটে ,মা দুর্গার মন্ত্র দিয়ে শুরু করে লেখেন মা দুর্গা দুঃখ, যন্ত্রণা দূর করবেন। এবং সবসময় তাঁর ভক্তদের সাহস জোগান। সবরকম ভয়কে দূর করে চলতে সাহায্য করেন আমাদের। মায়ের কাছে প্রার্থনা সমস্ত অশুভ শক্তিকে ধংশ করতে এবং সমস্ত ভয়কে দূর করার জন্য প্রার্থনা করুন।
जय त्वं देवि चामुण्डे जय भूतार्तिहारिणि । जय सर्वगते देवि कालरात्रि नमोऽस्तुते ।।
Maa Durga is the remover of sorrow, sins and suffering. She always protects Her devotees and makes them fearless and brave.
Pray Maa Kalratri to destroy negative forces & make all fear free.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 23, 2020
এই টুইটের সাথে সাথে রাজ্য বাসিকেও সতর্ক করে বলেছেন সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে আনন্দ উদযাপন করতে। এবং সকলকে সচেতন থাকতে বলেন, সকলকে ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছেন। এখানেই থেমে থাকেন নি তিনি, জানিয়েছেন গত ২৪ ঘণ্টার রাজ্যের নতুন করে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে টুইটে মুখ্যমন্ত্রীকে মেনশন করেন। গত ২৪ ঘণ্টাতেও আক্রান্ত হয়েছেন ৪, ১৬৭ জন।
Appeal all to 100% enforce Pandemic Covid restrictions to contain and combat it.
October 22
Covid Deaths: 64
Total: 6,308
Covid +ve: 4167
Total: 3,37,283Utmost vigilace @MamataOfficial called for as Bengal’s current Covid rise is at odds with slowdown seen in the Country.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 23, 2020