Friday, March 31, 2023

অশুভ শক্তির বিনাশ করবে মা দুর্গাই, মহাসপ্তমীতে টুইট জগদীপ ধনকড়ের

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দেবী দুর্গার মন্ত্র জপে মহাসপ্তমীর দিন পর পর দুটি টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তিনি আজ টুইটে ,মা দুর্গার মন্ত্র দিয়ে শুরু করে লেখেন মা দুর্গা দুঃখ, যন্ত্রণা দূর করবেন। এবং সবসময় তাঁর ভক্তদের সাহস জোগান। সবরকম ভয়কে দূর করে চলতে সাহায্য করেন আমাদের। মায়ের কাছে প্রার্থনা সমস্ত অশুভ শক্তিকে ধংশ করতে এবং সমস্ত ভয়কে দূর করার জন্য প্রার্থনা করুন।

এই টুইটের সাথে সাথে রাজ্য বাসিকেও সতর্ক করে বলেছেন সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে আনন্দ উদযাপন করতে। এবং সকলকে সচেতন থাকতে বলেন, সকলকে ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছেন। এখানেই থেমে থাকেন নি তিনি, জানিয়েছেন গত ২৪ ঘণ্টার রাজ্যের নতুন করে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে টুইটে মুখ্যমন্ত্রীকে মেনশন করেন। গত ২৪ ঘণ্টাতেও আক্রান্ত হয়েছেন ৪, ১৬৭ জন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট