Homeভাগ্যচক্রজেনে নিন এপ্রিলে কোন কোন উৎসব, কবে পূর্ণিমা সঠিক তিথি ও সময়সূচি

জেনে নিন এপ্রিলে কোন কোন উৎসব, কবে পূর্ণিমা সঠিক তিথি ও সময়সূচি

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। পুরো এপ্রিল মাস ধরে চলবে নির্বাচন। অন্যদিকে এপ্রিল মাস উৎসবের মাস। এই মাসে একাধিক উৎসব পালিত হয়। চলুন দেখে নেওয়া যাক এপ্রিল মাসে কোন কোন উৎসব পালিত হবে।

৩ রা এপ্রিল- ইস্টার ডে।
৪ ঠা এপ্রিল- চৈত্র মাসের শীতলা অষ্টমী।
৭ ই এপ্রিল- পাপমোচনী একাদশী। এই দিন ব্রত রাখলে পাপ থেকে মুক্তি লাভ করা যায়।
৯ ই এপ্রিল- চৈত্র মাসের প্রথম প্রদোষ ব্রত যা শিবের আশীর্বাদ লাভের জন্য করা হয়।
১০ ই এপ্রিল- মাসিক শিবরাত্রি। প্রতিমাসে যে শিবরাত্রি পালন করা হয়।
১২ ই এপ্রিল- সোমবতী অমাবস্যা।অর্থাৎ সোমবারের অমাবস্যা। এদিন রমজান মাস শুরু হবে।
১৩ ই এপ্রিল- চৈত্র নবরাত্রি।
১৪ ই এপ্রিল- চৈত্র সংক্রান্তি, চড়ক পুজো।
১৫ ই এপ্রিল- বাংলা নববর্ষের সূচনা।

১৬ ই এপ্রিল- বিনায়ক চতুর্থী, গণেশের পুজো করা হয়।
১৮ ই এপ্রিল- চৈত্র মাসের ছট পুজো।
১৯ শে এপ্রিল- বাসন্তী পুজোর শুরু।
২০ শে এপ্রিল- অন্নপূর্ণা পুজো।
২১ শে এপ্রিল- রামনবমী, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রাম জন্মগ্রহণ করেন।
২৩ শে এপ্রিল – কামদা একাদশী ব্রত।
২৪ শে এপ্রিল- চৈত্র মাসের দ্বিতীয় প্রদোষ ব্রত।
২৫ শে এপ্রিল- মহাবীর জয়ন্তী।
২৭ শে এপ্রিল- হনুমান জয়ন্তী।

এই মুহূর্তে