ফের ৭ দিনের জন্য রাজ্যের কনটেইনমেন্ট জোনে কড়া লকডাউন

আউটলাইন বাংলা ডেস্কঃ ৯ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে রাজ্যে ফের লকডাউন। আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছে সংক্রমণ কমাতে রাজ্যের কনটেইনমেন্ট জোন গুলিতে আগামী ৭ দিনের জন্য লকডাউন জারি থাকবে। এবং ৭ দিন পর পরিস্থিতি ক্ষতিয়ে দেখে, পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান কনটেইনমেন্ট জোনের এলাকাগুলি পুরোপুরি সিল করে দেওয়া হবে। বাইরের কোন ব্যক্তিকে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না, প্রত্যেকেকে মাস্ক পরতে হবে। কনটেইনমেন্ট জোনের আওতায় সমস্ত অফিসের কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম করবে। এবং ওই এলাকা গুলিতে সুফল বাংলা নিত্য প্রয়োজনীয় সবজি বিক্রি করবে।

তবে সাংবাদিক বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলার করোনা সংক্রমিত এলাকার তালিকা দেখে জেলাশাসকের ওপর ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি জানান ভাল ভাবে পর্যবেক্ষণ করে কনটেইনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও মাস্ক পরে বাইরে না বেরলে তাঁকে মাঝ রাস্তা থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এবং জরিমানা করতে পারে পুলিশ।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস