ফের পরিবর্তন হল লকডাউনের সূচি! জেনে নিন নতুন দিনক্ষণ

আউটলাইন বাংলা ডেস্কঃ ফের রাজ্যে সাপ্তাহিক লকডাউনের দিনক্ষণ পরিবর্তন হল। সাথে সাথে সাপ্তাহিক লকডাউনের নয়া দিনক্ষণ ঘোষণা করে দেওয়া করে রাজ্য সরকারের তরফ থেকে। করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায়, সংক্রমণে লাগাম দিতে সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।

Lockdown dates changed in West Bengal
Image Source: Google

এমন পরিস্থিতিতে সাপ্তাহিক লকডাউনের দিনক্ষণ ঘোষণা করেলেও বাড়বার পরিবর্তন করে রাজ্য সরকার। আজ বুধবার ফের একবার লকডাউনের দিনক্ষণ পরিবর্তন করল রাজ্য সরকার। চলতি মাসে ২০, ২১, ২৭, ২৮, ৩১ তারিখ রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবার কথা ছিল।

Lockdown dates changed in West Bengal
Image Source: Google

এই তালিকা থেকে ২৮ অগাস্ট লকডাউন প্রত্যাহার করে নেওয়া হল। অর্থাৎ ২৮ তারিখ কোনো রকম লকডাউন হচ্ছে না। চলতি মাসে রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে ২০, ২১, ২৭, ৩১ তারিখ।

Lockdown dates changed in West Bengal
Image Source: Google

এই নিয়ে ৫ বার পরিবর্তন করা হল লকডাউনের সূচি। তবে হঠাৎ কেন দিনক্ষণ পরিবর্তন হল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস