Monday, March 27, 2023

বিদ্যুতের দাবিতে পথ অবরোধ ষাটপলশায়

প্রচন্ড গরমের মধ্যে ঠিক মতো বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাচ্ছে না, তারই প্রতিবাদে রবিবার সকাল থেকেই পথ অবরোধ করলো স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ষাটপলশা গ্রামে। অবরোধকারীদের অভিযোগ, আমরা নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ বিল দিচ্ছি। অথচ দিন হোক বা রাত যে কোন সময় লোডশেডিং হচ্ছে।

কখনো কখনো লোডশেডিং সময়সীমা ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যাচ্ছে। সাথে সাথে দাবি তুলেছেন কোনো মাসে যদি বিল দিতে দেরি হয় তখন ছুটে চলে আসে অফিসের লোক বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে। তার জবাব কে দেবে?

তীব্র গরমে নাজেহাল স্থানীয়রা। অভিযোগ একাধিকবার বিদ্যুৎ অফিসে জানানো সত্ত্বেও মেলেনি কোনও সুরাহা। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষন অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট