Bollywood Movies: টুকলিতেই ব্লকবাস্টার বলিউড

Outlinebangla: একটু খেয়াল করলে হয়তো দেখতে পাবো আমাদের চারপাশে সিনেমাপ্রেমী মানুষের অভাব নেই। সেটা যদি হয়ে থাকে বলিউডের সিনেমা (Bollywood Movies) তাহলে তো কোনো কথায় নেই। অনেকেই বলিউডকে সিনেমার (Bollywood Movies) আতুরঘরের সঙ্গেও তুলনা করেন। তবে এটা কি ঠিক? সত্যিই কি বলিউড আমাদের নিসকলঙ্ক সিনেমা উপহার হিসাবে দেয়! আজ আমরা জানবো এরকমই কিছু বলিউডের সিনেমা (Bollywood Movies) সমন্ধে।

বলিউডের জনপ্রিয় নকল সিনেমা গুলি হলোঃ (Bollywood Movies)

3 Idiots
3 Idiots (ছবিঃ সংগৃহীত)

থ্রী ইডিয়টসঃ (3 Idiots)
ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ুয়া দুই বন্ধু রাজু এবং ফারহান তাদের আর এক বন্ধু ওই কলেজের সবথেকে মেধাবী পাশাপাশি সবচেয়ে চঞ্চল পড়ুয়া রাঞ্চোর। রাঞ্চোর কাউকে কিছু না বলে হটাৎ করে সমাবর্তনের দিন থেকে নিখোঁজ হয়ে যায়। এরকমই একটি গল্পকে কেন্দ্র করে রাজকুমার হিরানি তৈরী করেন কামিং অব এইজ কমেডি ড্রামা মুভি ‘থ্রী ইডিয়টস’ (Bollywood Movies) এবিষয়ে আমাদের মধ্যে অনেকেই বলবেন আমাদের দেশের জনপ্রিয় লেখক চেতন ভগতের রেকর্ড সৃষ্টকারী উপন্যাস Five Point Someone এর আদলে সৃষ্ট এই মুভিটি। তাহলে ছবিটিকে নকল বলছি কোন স্পর্ধায়! তাদের উদ্দেশ্য জানানো যাচ্ছে, মুভিটিতে উল্লেখিত উপন্যাসটির মেইন প্লট গুলো নেওয়া হলেও ছবিটিতে ‘বাণিজ্যিক রসদ’ দিতে রাজকুমার হিরানির সহায় ছিলো একটি বিদেশি সিনেমা।

Phir Hera Pheri
Phir Hera Pheri (ছবিঃ সংগৃহীত)

ফির হেরা ফেরিঃ (Phir Hera Pheri)
বলিউডের অন্যতম সফল একটি কমেডি সিনেমা ফির হেরে ফেরি। তিনবন্ধু লোভের বশবর্তী হয়ে দেউলিয়া হওয়া ও তারপর টাকা পুনরুদ্ধার চেষ্টাই বিভিন্ন কাজ করে শেষে বিরাট ঝামেলায় ফেঁসে যাওয়ার গল্পকে ঘিরে নিরাজ ভোরা তৈরী করেন এই সিনেমাটি। বলিউডের ইতিহাসে অন্যতম একটি সফল ক্রাইম কমেডি মুভি ফির হেরা ফেরি। তবে গাই রিচ পরিচালিত ১৯৮৮ সালের ব্রিটিস মুভি Lock Stock and Two Smoking Barrels এর আদলে তৈরী করা হয়েছে এই ছবিটি। এখানে অক্ষয় কুমার নিক মোরানের, সুনীল শেঠি জ্যাসন ফ্লেমিংয়ের ও পরেশ রাওয়াল ডেক্সটার ফ্লেচারের জায়গায় অভিনয় করেছেন। এখানে মূল পার্থক্য হলো মূল সিনেমায় নায়কেরা চার বন্ধু এবং এই সিনেমায় তিন বন্ধুর কথা বলা হয়েছে।

Bollywood Movies:

Munna Bhai M.B.B.S
Munna Bhai M.B.B.S. (ছবিঃ সংগৃহীত)

মুন্না ভাই এমবিবিএসঃ (Munna Bhai M.B.B.S.)

মুন্না নামের এক গুন্ডা ডাক্তার হওয়ার পণ নিয়ে ভর্তি হয় মেডিকেল কলেজে। তার উদ্দেশ্য ছিল পিতার অপমানের প্রতিশোধ নেওয়া। ক্রমে সে প্রমান করে যে ভালোবাসা ও সহানুভূতি হচ্ছে সবথেকে বড়ো চিকিৎসা। এরকমই গল্পকে ঘিরে রাজকুমার হিরানি তৈরী করেন এই কমেডি ড্রামা মুভিটি। তবে দুঃখের বিষয় কালজয়ী এই ছবিটিও টম শ্যাডিয়াক পরিচালিত ১৯৯৮ সালে মুক্তি পাওয়া আমেরিকান মুভি’ Patch Adams ‘এর আদলে নির্মিত।

Mohabbatein
Mohabbatein (ছবিঃ সংগৃহীত)

মোহাব্বাতেঃ (Mohabbatein)
আদিত্য চোপড়া নির্মিত একটি রোমান্টিক ড্রামা মুভি মোহাব্বাতে (Bollywood Movies)। গুরুকুল নামক একটি বয়েজ কলেজের একজন তরুণ, কোমল গানের শিক্ষক এবং এখনকার প্রিন্সিপালের আদর্শগত দ্বন্ধের মধ্যে শেষ পর্যন্ত তিন জোড়া নিষ্পাপ প্রেমের জয়ের কাহিনী এই ছবিতে তুলে ধরা হয়েছে। কিন্তু অনেকেই জানেন না এই মুভিটির আদি উৎস হচ্ছে একটি আমেরিকান মুভি। Dead Poets Society নামের সিনেমাটি ১৯৮৯ সালের ছবিটি। পরিচালক ছিলেন পিটার উইয়ার।

Parasite
Parasite (ছবিঃ সংগৃহীত)

প্যারাসাইটঃ (Parasite)
সামাজিক বৈষম্যর পরিপ্রেক্ষিতে তৈরী প্রথম এশীয় সিনেমা ‘প্যারাসাইট ‘অস্কারের ৯২-তম আসরে ইতিহাস গড়ে। দক্ষিণ কোরিয়ার এই মুভিটির পরিচালক বং জো হু। ছবিটি সেরা পরিচালকের শিরোপা, অরিজিনাল স্ক্রিনপ্লের কারণ নিয়ে মোট চারটি ক্যাটাগরীতে পুরস্কার পেয়েছে। কিন্তু মজার বিষয় হলো দক্ষিনী প্রযোজক পি এল থেন্নাপনের মতে ছবিটির চিত্রনাট্য নাকি চুরি করা হয়েছে। তাঁর মতে তাদের ‘মিনসারা কান্না ‘ নামক তামিল ছবি যেটি তে বিজয় ও খুসবু কে অভিনয় করতে দেখা গেছে। সেই ছবি অনুসরণে প্যারাসাইট নির্মিত হয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম থেকে এই তথ্যটি উঠে এসেছে, সেখানে প্রযোজক মামলা দায়ের করার কথাও জানিয়েছেন।

Drishyam
Drishyam (ছবিঃ সংগৃহীত)

দৃশ্যমঃ (Drishyam)
নিশিকান্ত কামত নির্মিত একটি থ্রিলার মুভি দৃশ্যম। ছবিটির গল্পে দেখানো হয়েছে একটি অপ্রত্যাশিত খুন যেটি স্বপরিবাবের দ্বারা হয়ে গিয়েছিলো, সেটি চালাকি করে ধামা চাপা দেওয়া এবং শেষ পর্যন্ত নিজের পরিবারকে খুনের কলঙ্ক থেকে মুক্ত করা। এই মুভিটি কিন্তু হিরোশী নিশিতানি পরিচালিত ২০০৮ সালের জাপানি মুভি Suspect X অনুকরনে তৈরী।
আরও পড়ুনঃ মা মুনমুন সেনের পুরনো ছবি শেয়ার করে নস্টালজিক রাইমা!

Aashiqui 2
Aashiqui 2(ছবিঃ সংগৃহীত)

আশিকি ২: (Aashiqui 2)
মোহিত সুরি নির্মিত একটি রোমান্টিক মিউজিক্যাল ড্রামা মুভি ‘আশিকি ২’। এখানে দেখানো হয়েছে একটি বারের গায়িকা আরোহী যাকে হটাৎ ভালোবেসে ফেলে মদ্যপায়ী এক সফল শিল্পী সঙ্গে সুরকার রাহুল নামক এক যুবক। এরপর তার হাত ধরে সুরের জগতে পা রাখে আরোহী। এই সিনেমাটি তৈরী করা হয়েছে জর্জ কিউকর পরিচালিত ১৯৫৪ সালের এক আলোড়ন সৃষ্টিকারী আমেরিকান ছবি A Star is Born অনুকরণে।

Prem Ratan Dhan Payo
Prem Ratan Dhan Payo (ছবিঃ সংগৃহীত)

প্রেম রতন ধন পায়োঃ (Prem Ratan Dhan Payo)
সুরাজ বাড়জাত্যার তৈরী প্রেম রতন ধন পায়ো রোমান্টিক ড্রামা মুভিটি সমালোচকদের নিকট মিশ্র প্রতিক্রিয়া পেলেও আদতে কিন্তু ব্যবসায়িক লাভই করেছিলো। মুভিটিতে দেখানো হয় রাজার মতো দেখতে একজন সাধারণ যুবক নিজের জীবন বাজি রেখে সিংহাসনে বসে, যার ফলে তাকে মোকাবিলা করতে হয় রাজসিক এবং পারিবারিক সমস্ত রকম দ্বন্ধের। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানেন না ২০১২ সালে রিলিজ করা একটি সাউথ কোরিয়ান মুভি Masquerade, যেটি চু চ্যায়ং মিন পরিচালনা করেন, এই ছবিটির গল্প অনুসরণে প্রেম রতন ধন পায়ো নির্মাণ করা হয়েছে। যেখানে সালমান খান লি ব্যুং-হুনের চরিত্র এবং সোনাম কাপুর হ্যান হো জুর করা চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
আরও পড়ুনঃ Fashion and Style Trends: সপ্তাহের সেরা ফ্যাশন ও স্টাইল

Kuch Kuch Hota Hai
Kuch Kuch Hota Hai (ছবিঃ সংগৃহীত)

কুচ কুচ হোতা হ্যায়ঃ (Kuch Kuch Hota Hai)

করণ জোহর নির্মিত রোমান্টিক ড্রামা মুভি কুচ কুচ হোতা হ্যায়। ছবিটির মূল গল্প হলো আট বছর বয়সী ছোট্ট মেয়ে অঞ্জলি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তার মায়ের শেষ ইচ্ছে, তার বিপত্নীক বাবাকে কলেজের বান্ধবীর সঙ্গে মিলিয়ে দেওয়া। তবে এই ছবিটিও মৌলিক গল্পের নয়। ছবিটি কপি করা হয়েছে নোরা এফ্রন পরিচালিত ১৯৯৩ সালে মুক্তি পাওয়া আমেরিকান মুভি ‘Sleepless in Sattle ‘থেকে। এখানে একটিই পার্থক্য লক্ষ্যনীয় মূল ছবিতে আট বছর বয়সী ছেলে আর কুচ কুচ হোতা হ্যায় হিন্দি ছবিটিতে মেয়ে।

Main Hoon Na
Main Hoon Na (ছবিঃ সংগৃহীত)

ম্যায় হু নাঃ (Main Hoon Na)

ফারাহ খান নির্মিত অ্যাকশন কমেডি মুভি ম্যা হু না তে দেখানো হয়েছে সেইন্ট পলস নামক এক কলেজে ভর্তি হন মেজর রাম আন্ডাকভার ছাত্র হিসাবে। তার উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ দুটি মিশন সফল করা। এরপর থেকেই ঘটতে দেখা যায় একের পর এক চমকপ্রদ ঘটনা। শাহরুখ খান অভিনীত ভারত পাকিস্তান কেন্দ্রিক নির্মিত সেরা সিনেমা গুলোর একটি ম্যায় হু না। কিন্তু দুঃখের বিষয় ছবিটি মৌলিক নয়। ছবিটি নির্মাণ করা হয়েছে রাজা গোসনেল পরিচালিত ১৯৯৯ এর আমেরিকান মুভি ‘ Never Been Kissed ‘অনুকরণে।

Dhamaal
Dhamaal (ছবিঃ সংগৃহীত)

ধামালঃ (Dhamaal)

ধামাল একটি কমেডি এডভেঞ্চার মুভি। ইন্দ্র কুমার নির্মিত এই ছবিতে দেখানো হয়েছে মরে যাওয়ার আগে পলাতক এক আসামি তার লুকানো ধন সম্পদের খোঁজ দিয়ে যায় কয়েকটি লোভী মানুষের নিকট, সেই সম্পত্তি হাতানোর পাগলাটে অভিযান। কিন্তু ছবিটি স্ট্যানলি ক্র্যামার পরিচালিত ১৯৬৩ সালের এক মাস্টারপিস আমেরিকান মুভি It’s a Mad, Mad, Mad World থেকে নেওয়া। এমন অনেক দৃশ্য রয়েছে যেগুলো হুবহু একই।
আরও পড়ুনঃ Classic bengali movies: কিছু কালজয়ী সিনেমা যে গুলি না দেখলই নয়..

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,919FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস