Outlinebangla Digital Desk: আজ আর মাত্র কয়েক ঘণ্টা পর তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল ১০:৪৫ মিনিটে মমতার শপথ তিনি। করোনা আবহে বিনা আড়ম্বরে শপথ গ্রহনের অনুষ্ঠান হবে। আজ শপথ গ্রহন অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বেশ কিছু হেভিওয়েট ব্যাক্তিদের নাম।
আজ শপথ গ্রহনের অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকা
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য,
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু,
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,
মনোজ টিগ্গা,
সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র,
সুজন চক্রবর্তী,
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী,
প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান,
বিসিসিআইয়ের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়।
এছাড়াও তৃণমূলের পক্ষ থেকে শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সভাপতি সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও শতাব্দী রায়।