Tree mortality: প্রাণীদের মতো গাছেদেরও মৃত্যু হয়

Outlinebangla desk: গাছ আমাদের জীবনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। গাছ আমাদেরকে ফল, ফুল, পাতার ছাউনি, নিশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন ছাড়াও আরো বিভিন্ন কাজে গাছ আমাদেরকে সাহায্য করে। এতটা সাহায্যের পরিবর্তে আমরা গাছকে কি দিই? তাকে কেটে ফেলে আরামদায়ক চেয়ার, আলমারি, বিছানা, টেবিল, গাছের ছাল দিয়ে পেপার ইত্যাদি তৈরি করি। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির জন্য আমরা বহু পরিমানে গাছ কেটে ফেলি নতুন নতুন বসতি তৈরি করার জন্য।

Save Tree
Save Tree (ছবিঃ সংগৃহীত)

গাছ আমাদের বন্ধুঃ

এক কথায় বলতে গেলে গাছ আমাদেরকে বন্ধুর মত সাহায্য করে। আর আমরা প্রয়োজনের সময় গাছকে মনে করি। একটা প্রাণী চলাফেরা করে বলে তার জন্ম মৃত্যু আমরা দেখি। কিন্তু একটি গাছ স্থির এক জায়গায় দাঁড়িয়ে থাকে বলে তার মৃত্যু আমরা লক্ষ্য করি না। গাছের মৃত্যু বিভিন্নভাবে হতে পারে। কিন্তু বর্তমান যুগে আমরাই গাছকে মেরে ফেলি শুধুমাত্র প্রয়োজনের জন্য। গাছের অনেক ভাবে মৃত্যু হতে পারে সেগুলি প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঝড়-বৃষ্টি, খরা, বন্যা ইত্যাদি অথবা আগুন লেগে গেলে বা প্রবল গতিতে ঝড় দিলে গাছের মৃত্যু হয় অথবা মাটি ক্ষয় হলে বা বিভিন্ন পোকামাকড়ের কারণে গাছের মৃত্যু হতে পারে।
আরও পড়ুনঃ World’s rare animals: প্রতিকূল পরিবেশে লড়াই করেও টিকে গেছে যে প্রাণীগুলি

Death of a Tree
Death of a Tree (ছবিঃ সংগৃহীত)

গাছেদের আয়ুষ্কালঃ

বিভিন্ন গাছে বিভিন্ন আয়ুষ্কাল থাকে অর্থাৎ গাছেরও একটি জীবনকাল থাকে। কোন কোন গাছের আয়ুষ্কাল খুবই কম সময়ের জন্য হয়। আবার কিছু কিছু গাছের আয়ুষ্কাল ১০০-২০০ বছরের জন্য হয়। আবার বিস্ট্রল পাইন প্রায় ৪ হাজার বছর ধরে বাঁচতে পারে। এই আয়ুষ্কাল শেষ হওয়ার পর গাছেরাও মারা যায় কিন্তু প্রাণীদের মত নয় যে মারা গেল আর সব শেষ। ঠিক এমন নয় বরং সেইখান থেকে জীবনের নতুন স্রোতের আগমন ঘটে। যা জন্ম নেয় তার মৃত্যু নিশ্চয় সেটা গাছ হোক বা প্রাণী। কিন্তু জীবনকালে গাছ আমাদেরকে বহুভাবে সাহায্য করে। জন্ম নেওয়ার পর প্রথম নিঃশ্বাস নেওয়া থেকে শেষ নিশ্বাস অব্দি গাছ আমাদের পাশে থাকে। তাই আমাদেরও উচিত বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া। এবং তা পূরণ করা, কারণ-“একটি গাছ একটি প্রাণ।”
আরও পড়ুনঃ Donkeys facts: গাধারা কি আদৌও হাসির পাত্র ? কি বলছেন বৈজ্ঞানিকরা

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস