নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ দিন দিন পেট্রোল, ডিজেল সহ বিভিন্ন নিত্য প্রয়জনীয় জিনিসের দাম বৃদ্ধি এবং ভারতীয় রেল কে বেসরকারী করণের প্রতিবাদে বাম-কংগ্রেস সহ আঠারোটি দল একসঙ্গে রামপুরহাট পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল।
এখানে উপস্থিত ছিলেন সারা ভারত ফরোয়ার্ড ব্লকের জেলা সম্পাদক দিপক চ্যাটার্জি, সিটুর জেলা সভাপতি মতিউর রহমান, সারা ভারত ফরোয়ার্ড ব্লকের জেলা সহসভাপতি কামাল হাসান, ১৭ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার সঞ্জীব মল্লিক,DYFI এর জেলা সভাপতি অমিতাভ শিং, কংগ্রেসের শহর সভাপতি শাহাজাদা হোসেন কিনু, CPIM এর জেলা মেম্বার অধ্যাপক সুশোভন হাজরা প্রমূখ। শেষে সারা ভারত ফরোয়ার্ড ব্লকের জেলা সহসভাপতি কামাল হাসান আমাদের বলেন”দিন দিন দিন দিন পেট্রোল, ডিজেল সহ বিভিন্ন নিত্য প্রয়জনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ভারতীয় রেল কে বেসরকারী করণের প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। এতে গরীব সাধারন মানুষ অসুবিধেয় পড়বেন”
পেট্রলকে তরল সোনা বলা হয়, সে কথা সবার জানা। এবার মানুষ হারে হারে তা টের পাচ্ছে। ওদিকে সোনার মতই পেট্রলের দামও ঊর্ধ্বমুখী। বিভিন্ন জায়গায় হচ্ছে বিক্ষভ, কোথাও মোটর সাইকেল হাঁটিয়ে, আবার কোথাও ঘাড়ে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে মোটর সাইকেল।