Homeবিবিধপরিবর্তন হতে চলেছে ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন কলের নিয়ম

পরিবর্তন হতে চলেছে ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন কলের নিয়ম

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আগামী বছরের ১ লা জানুয়ারি থেকে সারাদেশে ল্যান্ডলাইন (landline) থেকে মোবাইল ফোনে (Mobile Phone) কল করার নিয়মে বিশেষ পরিবর্তন হচ্ছে। এবার ল্যান্ডলাইন (landline) থেকে মোবাইল ফোনে (Mobile Phone) কল করতে হলে গ্রাহকদের মোবাইল নম্বরে যোগ করতে হবে একটি বাড়তি সংখ্যা, সংখ্যাটি হল শূন্য (০)।

টেলিকম নিয়ন্ত্রক ট্রাই চলতি বছরের মে মাসে এই পদক্ষেপের সুপারিশ করেছিল। এবং ২০ নভেম্বর টেলিকম বিভাগের একটি বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে, এই বিশেষ নম্বর ডায়াল করার পদ্ধতি পরিবর্তনের জন্য ট্রাইয়ের সুপারিশ গ্রহণ করা হয়েছে। এবং এই নয়া নিয়মের ফলে মোবাইল এবং ল্যান্ডলাইন পরিষেবাগুলির জন্য পর্যাপ্ত নম্বর তৈরিতে সহায়তা করবে।

এছাড়াও টেলিকম বিভাগ জানিয়েছে, ল্যান্ডলাইনের সমস্ত গ্রাহকদের জিরো (০)ডায়াল সুবিধা ও এসটিডি ডায়ালিং সুবিধা প্রদান করতে হবে। আগামী ১ জানুয়ারি ২০২১ সাল থেকে এই নিয়ম বাধ্যতামূলক হবে সারাদেশে।

এই মুহূর্তে