Wednesday, March 22, 2023

বাড়িতে বসে ফোন করেই করোনা পরীক্ষার নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

Outlinebangla Desk: কলকাতা পুরসভার উদ্দ্যোগে এবার বাড়িতে বসেই করোনা পরীক্ষার সুযোগ পাবেন কলকাতার নাগরিকরা। শনিবার কলকাতা পুরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফিরহাদ হাকিম এই ঘোষণা করেন। তিনি জানান নতুন এই প্রকল্পে নির্দিষ্ট নম্বরে ফোন করে জানালেই পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবেন। বাড়িতে বসেই যাতে কোভিড টেস্ট করা যায় তার ব্যবস্থাই করছে কলকাতা পুরসভা।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাঁরা করোনা পরীক্ষা করতে যান তাঁদের ৯৮৩১০৩৬৫৭২-এই নম্বরে ফোন করে পুরসভার আধিকারিক অমিতাভ চক্রবর্তীকে প্রয়োজনীয় তথ্য যেমন নাম,ঠিকানা জানাতে হবে। তারপরেই স্বাস্থ্যকর্মীরা বাড়িতে যাবেন নমুনা সংগ্রহের জন্য। যদিও এর জন্য কোন টাকা লাগবে না।

তিনি আরও জানান, শুধু নমুনা নিয়ে করোনা পরীক্ষা করেই শেষ না। যদি রিপোর্ট পজেটিভ আসে সেক্ষেত্রে করোনা আক্রান্তদের চিকিৎসার সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে পুরসভা। সেফ হাউস ও কোয়ারেন্টাইনের ব্যবস্থাও করবে পুরসভা। এমনকি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাবার দায়িত্ব পালন করবে পুরসভা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট