Friday, March 24, 2023

Kolkata Metro: আগামী ১৩ সেপ্টেম্বর চলবে নিট স্পেশাল মেট্রো

আউটলাইন বাংলা ডেস্কঃ আগামী ১৪ সেপ্টেম্বর থেকে সাধারণ যাত্রীরাও পাবেন কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা। অর্থাৎ সাধারন যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে কলকাতা মেট্রো। গতকাল কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে এমনটাই জানা গিয়েছে। আরও জানা গিয়েছে আগামী ১৩ তারিখ নিট পরীক্ষার (NEET 2020) দিন পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সুবিধার্থে চালানো হবে বিশেষ মেট্রো।

তবে ওই দিন পরীক্ষার্থীদের মেট্রোতে সফরের জন্য কোনো ই-পাস বুক ব্যবহার করতে হবে না। কেবল মাত্র অ্যাডমিট কার্ড দেখিয়েই প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা। এবং যাদের স্মার্টকার্ড নেই তাঁরা স্টেশনে পৌঁছে পেপার টিকিট কেটে নিতে পারবে। এ দিন সকাল ১০ টা থেকে নিট স্পেশাল মেট্রো পরিষেবা দেওয়া হবে।

তবে ১৪ সেপ্টেম্বর থেকে সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা। কেবলমাত্র স্মার্ট কার্ড থাকা যাত্রীরা মেট্রোতে সফর করতে পারবেন। জানা গিয়েছে মোট ১১০টি ট্রেন ১০ মিনিটের অন্তর চলবে। রবিবার মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ১৩ সেপ্টেম্বর থেকে চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এক্ষেত্রে ই-পাস বাধ্যতামূলক নয়।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট