Homeভাগ্যচক্রআর্থিক কষ্ট থেকে মুক্তি দিতে পারে পান পাতা! সাফল্য পেতে এই টোটকা...

আর্থিক কষ্ট থেকে মুক্তি দিতে পারে পান পাতা! সাফল্য পেতে এই টোটকা প্রয়োগ করুন

আউটলাইন ডিজিটাল ডেস্কঃ পূজো পার্বন থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠান বাড়িতে পান পাতার ব্যবহার গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকে পান পাতার ব্যবহার করা হয়। পান পাতা ছাড়া কোন কাজ সম্পূর্ণ হয় না। শাস্ত্র মতে, ব্রহ্মা তুষ্ট সুপারিতে, বিষ্ণু পানে এবং মহাদেব চুনে। শুধু যে পান শুভ কাজে ব্যবহার করা হয় তাই নয়,পান পাতা খাওয়াও হয়।

জ্যোতিষশাস্ত্র মতে, পান পাতা আর্থিক উন্নতি, সংসারের সুখ বজায় রাখতে সাহায্য করে। দেখে নেওয়া যাক কিভাবে পান পাতা ব্যবহার করে ভাগ্য ফেরানো সম্ভব।
ব্যবসায় সাফল্যের জন্য শনিবার পাঁচটি পান পাতা ও অশ্বত্থ পাতা এক সুতোয় গেঁথে নিজের অফিস বা দোকানের পূর্ব দিকে টাঙিয়ে রাখলে ব্যবসায় উন্নতি হয়।
কোনও কাজে যাবার আগে পানের পাতা পকেটে রেখে বেরোলে সেই কাছে সাফল্য আসে।

বৃহস্পতিবার লক্ষ্মীপুজোয় ব্যবহৃত পান নিয়ে টাকা রাখার জায়গায় রাখলে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে।
একটা পান পাতার ওপর সাতবার সিঁদুরের ফোটা দিয়ে তার ওপর গণেশের ছবি আঁকার রুপোর কয়েন রেখে পুজো করলে ভালো ফল পাওয়া যায়।
এর পাশাপাশি পানের কিছু ঔষধি গুণও রয়েছে। যেমন ক্ষত স্থানে পান পাতা বেটে রস লাগালে তাড়াতাড়ি ক্ষত সেরে যায়। পানপাতা মুখের স্বাদ ফেরাতে সাহায্য করে। হজমের কাজেও এটি ব্যবহার করা হয়।

এই মুহূর্তে