Friday, March 24, 2023

জন্মদিনে কাঞ্জিভরম শাড়িতে অনন্য লুকে Kangana, দেখুন ছবি

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এর জন্মদিনে মুক্তি পেয়েছে তাঁর পরের ছবি ‘থালাইভি’র ট্রেলার। ছবিতে কঙ্গনা তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করবেন। ইতিমধ্যেই ট্রেলার দেখে অনেকেই তাঁর প্রশংসা করেছেন। তাদের মধ্যে রয়েছেন সামান্থা আক্কেনেনি ও জুহি চাওলা। ট্রেলার লঞ্চের দিন তাঁকে কাঞ্জিভরম লুকে দেখা যায়।

কঙ্গনাকে কালো এবং এপ্রিকোট রঙের কাঞ্জিভরমে খুবই সুন্দর লাগছিল। জানা যায়, কাঞ্জিভরমটির ভারতীয় মুদ্রায় দাম ৫৮,০০০ টাকা। শাড়ির সাথে চুলে খোপা বেঁধে তাতে ফুল লাগিয়েছিলেন। তার সাথে কপালে ছোট্ট লাল টিপ,হালকা মেকআপ এবং কুন্দনের হার, কানের দুলে অন্যরকম লাগছিল।

আগামী ২৩ শে এপ্রিল মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘থালাইভি’। অন্যদিকে আবার অর্জুন রামপাল এবং দিব্যা দত্তের সঙ্গে মধ্যপ্রদেশে পরের ছবি ‘ধাকড়’ এর শ্যুটিং নিয়ে ব্যস্ত।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট