Kali Puja 2021: দেখে নিন কালীপুজো, ধনতেরাস, ভূত চতুর্দশী, ভাতৃদ্বিতীয়ার পূর্ণাঙ্গ সময় ও তিথি

Outlinebangla Digital Desk: দুর্গাপুজো ও লক্ষ্মী পুজো শেষ হলেও বাঙালির উৎসবের মরসুম এখনো শেষ হয়নি। আসছে কালীপূজা (Kali Pujo 2021)। বাঙালির জনপ্রিয় উৎসব গুলির মধ্যে একটি হল কালি পুজো (Kali Pujo 2021)। কালী পূজার সাথে সমস্ত বাঙালি দীপাবলি (Diwali 2021) উৎসবও পালন করে। এ দিন প্রতিটি বাঙালি গৃহ ভোরে ওঠে প্রদীপের আলোয়। কালীপুজোর (Kali Pujo 2021) মূলমন্ত্র হলো “মনের কালিমা দূর করে শুদ্ধতা আর সুচিতার আলোকে নিজেদের জীবন পূর্ণ করা।”

কালীপুজো (Kali Pujo 2021), ভূত চতুর্দশী (Bhoot Chaturdashi 2021), ধনতেরাস (Dhanteras 2021), দীপাবলি (Deepavali 2021), ভাইফোঁটার দিনক্ষণ দেখে নিন এক নজরে।

আগামী ২ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার ধনতেরাস।
৩ নভেম্বর অর্থাৎ বুধবার হল ভূত চতুর্দশী।
অমাবস্যা তিথি – ৪ নভেম্বর সকাল ৬.০৩ মিনিট থেকে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।
৪ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আলোর উৎসব দীপাবলি। ওই দিনই কালীপুজো। শক্তির অধিষ্ঠাত্রী দেবী মা কালীর আরাধনার দিন।
৬ নভেম্বর অর্থাৎ শনিবার ভাতৃদ্বিতীয়া। ওই দিন ভাই ও দাদার মঙ্গল কামনায় বোন ও দিদিরা ভাইের কপালে ফোঁটা দেয়।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস