Monday, March 27, 2023

Justin Trudeau: বিবাহবার্ষিকীতে স্ত্রী সোফির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করলেন জাস্টিন ট্রুডো, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Outlinebangla Desk: শনিবার বিবাহবার্ষিকী উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর স্ত্রী সোফির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করলেন ফেসবুকে। পোস্ট করতেই ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়। তার কিছুক্ষণের মধ্যে পোস্টে অনুরাগীদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভরে যায়।

পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বরফঢাকা পাহাড়ের মধ্যে তিনি তাঁর স্ত্রীকে কপালে চুম্বন করছেন। ছবিটার সাথে ক্যাপশনে লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী, আমার প্রেম৷ তুমি আমার পাশে থাকলে প্রত্যেক দিনই আমার কাছে একটা অভিযানের মতো রোমাঞ্চকর ৷ তোমায় ভালবাসি, সোফি৷’ জাস্টিন ট্রুডো সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। প্রায়শই তাঁর ছবি ভাইরাল হয়।

প্রসঙ্গত, জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগর ২০০৫ সালের ২৮ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের তিন সন্তান। বড় ছেলে জেভিয়ারের জন্ম হয় ২০০৭ সালে। একমাত্র কন্যা এলা গ্রেসের জন্ম হয় ২০০৯ সালে। এরপর ছোট ছেলে হ্যাডরিয়েনের জন্ম ২০১৪ সালে।জাস্টিন ট্রুডো ২০১৫ সালে নভেম্বরে কানাডার ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট