বিভিন্ন দাবি নিয়ে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ বিক্ষোভ অবস্থান রামপুরহাট-২ব্লক অফিসের সামনে

নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস একত্রে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন। আজ সকাল 11টা নাগাদ মাড়গ্রামে রামপুরহাট ২ নম্বর ব্লকের সামনে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন। এই বিক্ষোভের কারন হল পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, পরিযায়ী শ্রমিকদের জব কার্ড, ও ১৫ কেজি মাথাপিছু খাদ্যশস্য এর দাবী সহ অনান্য দাবীতে।

আজ এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কমঃ কামাল হাসান, ভাইস প্রেসিডেন্ট এআইএফবি বীরভূম জেলা। মিল্টন রশিদ বিধায়ক, হাসান বিধানসভা কেন্দ্র। কমঃ রবি মারজিৎ সহ বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের অনান্য নেতৃত্ববৃন্দ।

আজ বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস একত্রে জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে কোনো বেসরকারি করন করা চলবে না। পরিযায়ী শ্রমিকদের ৭,৫০০ টাকা ও অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ৫,০০০ টাকা প্রতিমাসে আর্থিক সাহায্য দিতে হবে। এই সব কিছু দাবী নিয়ে রামপুরহাট ২ নম্বর ব্লকের সামনে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ উদ্যোগে বিক্ষোভ করে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস